Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিবগঞ্জ উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে প্রতিবন্ধী ভাতা বাছাই সিডিউল অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক চলছে
বিস্তারিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ০১/০৩/২০২০ ইং তারিখের উপজেলা ভাতা বাস্তাবায় সভায় শিবগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতাভোগী উন্মক্ত বাছাই করার সিদ্ধান্ত গ্রহীত হয়। সে হিসাবে নিম্নের বর্নিত তারিখে প্রতিবন্ধী ভাতাভোগী উন্মক্ত বাছাই করা হবে।

০১। দাইপুখুরিয়া ০৮/০৩/২০২০ খ্রি:
০২। কানসাট ০৯/০৩/২০২০ খ্রি:
০৩। দুর্লভপুর ১০/০৩/২০২০ খ্রি:
০৪। চককীত্তি ১১/০৩/২০২০ খ্রি:
০৫। নয়ালাভাঙ্গা ১২/০৩/২০২০ খ্রি:
০৬। ঘোড়াপাখিয়া ১৪/০৩/২০২০ খ্রি:
০৭। ছত্রাজিতপুর ১৫/০৩/২০২০ খ্রি:
০৮। ধাইনগর ১৮/০৩/২০২০ খ্রি:
০৯। মনাকষা ১৯/০৩/২০২০ খ্রি:
১০। শিবগঞ্জ পৌরসভা ২১/০৩/২০২০ খ্রি:
১১। শাহাবাজপুর ২২/০৩/২০২০ খ্রি:
১২। উজিরপুর ২৩/০৩/২০২০ খ্রি:
১৩। পাঁকা ২৪/০৩/২০২০ খ্রি:
১৪। মোবারকপুর ২৫/০৩/২০২০ খ্রি:
১৫। শ্যামপুর ২৮/০৩/২০২০ খ্রি:
১৬। বিনোদপুর ২৯/০৩/২০২০ খ্রি:

বিঃ দ্রঃ
উন্মক্ত বাছাই এর সময় প্রার্থিকে নিজ ইউনিয়নের উপরোক্ত তারিখে নিজে উপস্থিত হতে হবে।
১। প্রার্থিকে প্রতিবন্ধী পরিচয় পত্রের স্পষ্ট ফটোকপি- ০২ কপি।
২। প্রার্থিকে জাতীয় পরিচয় পত্রের/অনলাইন বাংলা ও ইংরেজী জন্ম নিবন্ধনের স্পষ্ট ফটোকপি- ০২ কপি।
৩। প্রার্থিকে সদ্য তোলা পাসপোট সাইজের ছবি- ০৫ কপি।
৪। প্রার্থিকে নিজের অথবা পরিবারের কারো মোবাইল নম্বর অবশ্যই আনতে হবে।
৫। প্রার্থির জাতীয় পরিচয় পত্রের/অনলাইন বাংলা ও ইংরেজী জন্ম নিবন্ধনের স্পষ্ট ফটোকপিতে- ইউনিয়ন, ওয়ার্ড নং ও মোবাইল নম্বর লিখা দিতে লিখে নিয়ে আসতে হবে।
৬। প্রার্থি যাকে নমীনি করতে চাই তার জাতীয় পরিচয় পত্রের/অনলাইন জন্ম নিবন্ধনের স্পষ্ট ফটোকপি- ০২ কপি।
৭। প্রার্থি যাকে নমীনি করতে চাই তার সদ্য তোলা পাসপোট সাইজের ছবি- ০৫ কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/03/2020
আর্কাইভ তারিখ
30/06/2020